ইসলামী সন্ত্রাসবাদের বিচারধারার মূল…

babaisraeli.com202010086567

সাধারণত সবাই জানে যে ইসলামী সন্ত্রাসবাদ বিশ্বের সমস্ত দেশের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে এবং পুরো বিশ্ব আজ এর বিরুদ্ধে লড়ছে। বেশি নয় মাত্র 15-20 বছর আগে, বেশির ভাগ পাশ্চাত্যে দেশেরাই ইসলামী সন্ত্রাসবাদকে আইন-ব্যবস্থার বিষয় বলে ইসলামী সন্ত্রাসবাদের প্রতি চোখ বুজে থাকতো, কিন্তু গত কয়েক বছর ধরে যখন তাদের নিজেদেরই ইসলামী সন্ত্রাসবাদের দুষ্পরিনাম সহ্য করতে হয়েছে, তখন কোথাও একটা গিয়ে তারা বুঝতে পেরেছে যে ইসলামী সন্ত্রাসবাদকে আইন-ব্যবস্থার বিষয় বলে এড়ানো যায় না।

যে ভাবে গত 10-15 বছর ধরে বিশ্ব অসহিষ্ণু হয়ে চলেছে ইসলামী সন্ত্রাসবাদের প্রতি, সেই ভাবেই ইসলামী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ওদের বৌদ্ধিক শাখা ওদেরকে আড়াল করার জন্য নানারকম যুক্তি খাড়া করে গেছে। প্রথম নজরে, এই যুক্তিগুলি বিশ্বের কাছে অন্য কিছু মনে হয়ে থাকতে পারে তবে শেষ পর্যন্ত এর কেন্দ্র হল বিশ্বজুড়ে আহলে-ইসলামকে সংরক্ষন দেওয়া এবং ছড়ানো।

এই সত্যটি গভীরভাবে জানতে গেলে, সর্বপ্রথম আমাদের ইসলামের মূল ধারণাটিকে বুঝতে হবে, যার গোড়াতেই এই কথাটা বলা আছে যে – আল্লাহ এই বিশ্বটি কেবলমাত্র মুসলমানদের জন্যেই বানিয়েছে এবং অমুসলিমদের এতে বেঁচে থাকার অধিকার নেই।

কুরআনের কিছু বক্তব্য দেখুন-

“হে মুসলমানগণ! তোমরা অমুসলিমদের সাথে লড়াই কর। তোমরা তাদের প্রতি নির্দয় হও।”
-09:123, সূরা আত-তাওবা, কুরআন

“এবং আপনি তাদের যেখানেই পাবেন, তাদের হত্যা করুন”
-02:19, সূরা আল বাকরা, কুরআন

“কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাও যতক্ষণ আল্লাহর দ্বীন পুরো পৃথিবীতে না ছড়িয়ে পড়ে।”
-08:39, সূরা আল-আনফাল

“হে নবী!” কাফেরদের সাথে জিহাদ কর এবং তাদের সাথে নির্দয় ব্যবহার কর। তাদের অবস্থান জাহান্নাম।”
-09:73, সূরা আত-তাওবা, এবং 66:09, সূরা আত-তাহরিম, কুরআন

“আল্লাহ কাফেরদের জন্য জাহান্নামের আগুন নিশ্চিত করে রেখেছে।”
-09:68, সূরা আত-তাওবা, কুরআন

“তাদের সাথে লড়াই করো যারা না তো আল্লাহকে বিশ্বাস করে আর না পরকালকেই। যারা সেটাকে হারাম মনে করে না যেটা আল্লাহ নবীর মাধ্যমে হারাম বলেছে তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করো, যতক্ষণ না তারা অপমানিত হয়ে জিজিয়া কর দিতে আরম্ভ করে।”
-09:29, সূরা আত-তাওবা, কুরআন

“প্রতিমা উপাসকেরা অপবিত্র।”
-09:28, সূরা আত-তাওবা, কুরআন

“যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। তাদের একমাত্র অবস্থান জাহান্নাম।”
-05:72, সূরা আল-মাইদা, কুরআন

উপরোক্ত কুরআনের বক্তব্যগুলি পড়ে এটা স্পষ্ট হয় যে সমগ্র বিশ্বের ইসলামী সম্প্রদায় আজ ইসলামী বিচারধারার অনুসারেই কাজ করছে। যেটাকে আমরা ইসলামী সন্ত্রাসবাদ বলছি সেটা আসলে তাদের মাজহাবেরই একটি মৌলিক অঙ্গ। কোনো বড় কথা নয় যে আজ ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সানাল বোর্ডের’ পক্ষসমর্থনকারী আহলে-ইসলামীগনেরা, আগামী সময়ে উপরোক্ত ইসলামী বিচারধারাকে শত প্রতিশত বাস্তবায়িত করার জন্য আইনী উদ্যোগ করবে, কারণ ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষ সংবিধান পুরো নিষ্ঠার সাথে সকলকেই নিজের-নিজের মাজহাব সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করার দায়িত্ব দেয়।

শলোॐ…!

এই পোস্ট টি এই ভাষাগুলিতে উপলব্ধ–

हिंदी | বাংলাગુજરાતી